এত দিন যে বসে ছিলেম পথ চেয়ে আর কাল গুনে
দেখা পেলেম ফাল্গুনে।।
বালক বীরের বেশে তুমি করলে বিশ্বজয়-
একি গো বিস্ময়।
অবাক আমি তরুণ গলার গান শুনে।।
গন্ধে উদাস হাওয়ার মতো উড়ে তোমার উত্তরী,
কর্ণে তোমার কৃষ্ণচূড়ার মঞ্জরী।
তরুণ হাসির আড়ালে কোন্ আগুন ঢাকা রয়-
একি গো বিস্ময়।
অস্ত্র তোমার গোপন রাখো কোন্ তুণে।।