এলোমেলো বাতাসে

এলোমেলো বাতাসে
উদাসী এই দুপুরে
যেন মন হারালো কোথায়,
ঝিলিমিলি ঐ দূরে
গাঙ্গচিল উড়ে যায় ডানা মেলে
তারই সাথে মন ছোঁটে সেথায়।

নির্ঘুম প্রহরে
দু’টি চোখ তোমার খুঁজে ফেরে
বলো ভবো কি তুমি আমায়,
রিমঝিম বৃষ্টিতে
হৃদয়ে আঙিনা যায় ভিঁজে
মনে হয় যদি ডাকো আমায়।

বরষার মেঘ হয়ে এলে তুমি
ঝর হয়ে গেলে বয়ে,
বিজলীর মতো জ্বেলে এই হৃদয়
আমাকে দুঃখ দিলে।

এলোমেলো করে দিয়ে
হারালে কোন সেই সুদূরে
আমার মন শুধু কেঁদে যায়,
ফেরারী এই হৃদয়ে
আজ কেন বিরহী সুর বাজে
বলোনা আজ তুমি কোথায়।

স্বপনের আঁকা পৃথিবী ভেঙে
বলোনা কি সুখ পেলে,
ভালোবাসা দেবে বলে আমাকে
করুণার আধার দিলে।

কন্ঠ ও সুর: শাফিন আহমেদ