ফ্রাসট্রেশান

আঁধারে ঘেরা জীবন মোদের
না পাওয়ার স্রোতে ভেসে
অজানার পথ ধরে দূরে চলে যায়,
দু’চোখে আঁকা যত ছবিগুলো
ধূসর মলিন হয়ে
হৃদয়ের ফ্রেমটাতে শুধু পড়ে রয়।

ফ্রাসট্রেশান,
আমি হতে চাই সেনসেশান,
জীবনের এক্সপেক্টেশান্সগুলোগুলো
শুধু বাকি রয়ে যায়।

আশা নিরাশার মরীচিকা হয়ে
হতাশার ডানা মেলে
বেদনার আকাশেতে পথ খুঁজে হায়,
জীবনের দাম, বেঁচে থাকা পরিণাম
হিসেবের যন্ত্রে বছরের অন্তে
শোধ হয়ে যায়।

শেষ হবে নাকি হতাশা
এ হৃদয় পাবে না ভালোবাসা,
রাত কাটে না এ দুঃখে
জীবন যাবে কি এভাবে?

কন্ঠ ও সুর: হামিন আহমেদ
কথা: আবদুল ওয়াজেদ চারু, হামিন আহমেদ