রিম ঝিম

রিমঝিম রিমঝিম বৃষ্টিতে
হাতে তুলে গিটার,
মনে হয় তুলব সুর
সুর খুঁজে পাই না যে আর।

রিমঝিম রিমঝিম বৃষ্টিতে
কখনো ঘরে বসে গান শুনি মেটাল
কখনো রক এন্ড রোল,
দুর ছাই মাথায় আসছে না কিছু
লেগে যায় গন্ডগোল।

রিমঝিম রিমঝিম বৃষ্টিতে
ভাবছি তুমি সুরের টানে
আসবে সামনে আমার,
তোমায় ভেবে স্টাঙ্ক করে দেখি
ছিঁড়ে গেছে তার, ও নো।

সুর করাতে যেই মন দিয়েছি
অমনি তোমার রিং,
রিং পেয়ে তোমার বাজাতে গিটার
আবার ছিড়লো স্ট্রিং।
ও নো বেব।

কন্ঠ: হামিন আহমেদ