এতো তার আলো

এতো তার আলো
সে চলে গেলেও হয়না
ঘর অন্ধকার,
এত তার প্রেম
সে যাবার পরেও ছড়িয়ে থাকে
গন্ধ ভালোবাসার।

তার আকাশ জোড়া আঁখি
উদাসী বৈশাখী,
কখন যেন শ্রাবণ হয়ে
বাঁধবে বুঝি রাখি।

তাই সে কখনো হারায় না
দুঃখ হয়েও দাড়ায় না,
অন্ধকারকে বাড়ায় না
চির দ্যুতি সে আমার।

তার গভীর নয়ন-তারা
তারার মতই দিচ্ছে আমার
জীবন পাহারা,
সে যখন চেয়ে থাকে
কেউ দেখে না তাকে,
ভাষাহীনা প্রশ্নে শুধু
আমায় ঘিরে রাখে।

তার সে প্রশ্ন বুঝতে চাই
কী মানে তার খুঁজতে চাই
গানের আখরে রাখতে চাই
স্বাক্ষর তার প্রেরণার।

কন্ঠঃ শ্রীকান্ত আচার্য