শেষ পাতা ঝরে গেল

শেষ পাতা ঝরে গেল
যেতে যেতে বলে গেল,
এ বছর আমি আর আসবোনা।
আগামী ফাগুনে জানালায় দাঁড়িয়ে
আমার প্রতীক্ষা করো।

দিন চলে যায়
রাতের পরে রাত,
কাটেনা তবু সারাদিনরাত।
মাসের পরে মাস যায়
বিরাম নেই প্রতীক্ষায়।

ভাবি শুধু আমার,
কি করে কাটবে একটি বছর।

চৈত্রের শেষ রোদের উত্তাপ
উদাসীন হাওয়া, উদাস গান গায়।
শ্রাবণের রিনঝিন,
হেমন্তের হিমহিম
প্রহর যাবে ব্যাথায়।

কন্ঠঃ শ্রীকান্ত আচার্য