আকাশ বাতাস নদীর জলে

আকাশ বাতাস নদীর জলে
যেথায় পাতি কান
ঢেউ খেলে রে ঢেউ খেলে রে
এই পৃথিবীর গান।
গহন কানন উদাস পাহাড়
সকলে গান গায়
উন্মাদিনী ঝর্নাধারা
গানতরঙ্গে ধায়
দূরের তারার সভায় দোলে
গানের চেরাগ দান।
ফুলপরীরা যখন নাচে
লাল ঘাগরা তুলি
গুন করে যায় খুন করে যায়
রঙের গানাঞ্জলি
অরুণ রাগের কিরণ গানে
আঁধার কম্পমান।
বিহঙ্গদের কাকলিতে
মধুর মধুর দোলা
তড়িৎ শিখায় নাচন করে
গানখানি আধখোলা
লতার মত জড়ায় প্রাণে
গোপন বীণার তান
কে গাহে রে কে বাজায় রে
অন্ত না পায় প্রাণ।

নীলক্ষেত
২৯.০১.৭৯