আমার কি যেন কি নাই

আমার কি যেন কি নাই
ভাষায় যারে যায় না বলা
ভেদ করেছে প্রাণের তলা
কি অসহন হৃদয় দহন
ক্ষত নিয়েছে ঠাঁই।
পুষ্প যেমন কোমল বুকে
নিমেষ হারা নীরব দুখে
গুমরে কাঁদে অভিমানে
তেমনি লাগে এই পরানে
ডাকাত ব্যথার ঘাই।

নীলক্ষেত
১২.১২.৭৭