আমার কথা কইবে পাখি
করুণ করুণ ভাষে
আমার দুঃখ রইবে লেখা
শিশির ভেজা ঘাসে।
তারার সাথে রাত জেগেছি
ফুলের সাথে হৃদয় বিনিময়
বলবে সবাই কেমন ছিল
মধুর পরিচয়
আমার ঠোঁটের হাসি রইবে জেগে
মরাল ডানার পাশে।
আমার গান গাইবে দুখে
পথ হারানো হাওয়া
আমার নাম বলবে মুখে
মেঘের আসা যাওয়া
ইন্দ্ৰধনু লিখবে লিখন
কেমন ভালবাসে
দীঘল নদী করবে রোদন
আকুল উচ্ছ্বাসে।
নীলক্ষেত
১৮.১২.৭৭