আমার মনে অহরহ

আমার মনে অহরহ
পাখা নাড়ে কে
ঝিলিকমিলিক বিচিত্র রূপ
সুরের চমকে।
বাণীরা সব ঝাঁক বেঁধে ওই
পাখির মত উড়ে
রাঙা পরীর নাচন লাগে
প্রাণের চাতাল জুড়ে
ওই যে হাসে ওই যে ভাসে
চোখের পলকে।
আমার মনে এমন করে
রঙ ধরায় সে কে
অশোক ফুলের বরণ ছানি
কে আঁকেরে নকশাখানি
স্বর্গ যেন উঁকি মারে
রঙের ঝলকে।
আমার মনে এমন করে
রস বিলায় সে কে
ক্লান্ত দিনের দুঃখ দহন
মূর্তি ধরে শান্ত সঘন
বঞ্চনাও হয় রে মধুর
সুরের গমকে।

নীলক্ষেত
১৪.০১.৭৮