আমার সব শেকড়ে

আমার সব শেকড়ে
কেমন করে
প্রাণ জেগেছে ধারায় ধারায়।
কোন্ কামনার কনকরেণু
ফুলপরীদের বসন রাঙায়।
আকাশে চমক হানে
কোন বাসনার উত্তরি
বাতাসে গন্ধ ঢালে
কোন্ হৃদয়ের কস্তুরি
কানে কানে কোন্‌ বালিকা
স্বর্গপুরের নূপুর বাজায়।
আমার প্রাণ জেগেছে
শিরায় শিরায়।
টান লেগেছে কি ঝঙ্কারে
লক্ষ হাজার আলোর কণা
রুদ্ধ প্রাণের আকাঙ্ক্ষারে
চরাচরের তীর্থলোকে
কি আনন্দে তাড়িয়ে বেড়ায়।

নীলক্ষেত
১৮.১১.৭৭