আমারে কি পারবে তুমি

আমারে কি পারবে তুমি
ভুলে যেতে
জোছনারাতে সুখাবেশে
যখন বোধ হারাবে চুম্বনেতে।
শিথিল বসন পড়বে খসে
মত্ত হবে কেলির রসে
হঠাৎ কোকিল কুহুস্বরে
ডাকবে যখন মাঘ-নিশীথে
আমারে কি পারবে তুমি
ভুলে যেতে।
গন্ধরাজের গন্ধ যখন
ভাসিয়ে দেবে নিখিল পবন
কান্তিময়ী আঁধার নামা
পাগল করা যামিনীতে
আমারে কি পারবে তুমি
ভুলে যেতে।
যখন ফাগুন আসবে হেসে
গুঁজবে তুমি কুসুমকেশে
ঢাকবে তনু যতন করে
বাসন্তী রং শাড়িটিতে
আমারে কি পারবে তুমি
ভুলে যেতে।

নীলক্ষেত
১৪.১২.৭৭