আমি ফিরব না ফিরব না
দুয়ার দেয়া ঘরে
বুকে আমার জোছনা জ্বলে
প্রাণ যে কেমন করে।
রাত্রি আমায় গুণ করেছে
তারার আলো খুন করেছে
ছাতিম ফুলের গন্ধধারা
লুটায় পথের পরে।
আকাশে কার মুখ দেখেছি
হৃদয়ে কার রঙ মেখেছি
রিক্ততারে দীর্ণ করে
ডাকব আমি ডাকব ওরে
ডাকব আমি ডেকে যাব
রোমাঞ্চিত কলেবরে।
ডাকব আমি ঘুরে ঘুরে
রাত্রি ভরা গহন সুরে
সাড়া যদি দেয় তো ভাল
না হয় হৃদয় ভাসিয়ে দেব
জোছনা ধারার সরোবরে।
নীলক্ষেত
৩০.১২.৭৭