আমি গেলে তো আর ফিরব না

আমি গেলে তো আর ফিরব না
এই পৃথিবী রইবে নতুন
রইবে ঘুঘুর হু হু কূজন
ফুল ঝরানো শিউলিতলা
আঁকা-বাঁকা নদীর চলা
থাকবে শিশু যুবক বুড়ো
বেবাক কিছু থাকবে পড়ে
আমিই শুধু থাকব না।

জোনাকিদের আলোকমালা
রইবে নানান ফুলের ডালা
দিন ফুরালে রাত্রি শুরু
প্রাণের কাঁপন দুরু দুরু
কৃত্তিকা আর রোহিণীরে
নাম ধরে তো ডাকব না।
প্রবাসী সব ফিরবে ঘরে
বিরহিণী যতন করে
আঁকবে টিপ পরবে শাড়ি
উঠবে হেসে সারা বাড়ি
প্রাণ-তরঙ্গে জীবন-রঙ্গে
আমি তো আর ভাসব না।
কাঁপা কাঁপা তারার জ্যোতি
ছড়িয়ে দেবে পান্না মোতি
গহনরাতে স্বপন সূতে
আশার মালা গেঁথে-গুঁথে
করবে প্রেমিক শুকতারাতে
সুখের বাসর রচনা
আমি তো আর নয়ন মেলে
মধুর ছবি দেখব না।

নীলক্ষেত
১২.১২.৭৭