আমি যখন চলে যাব
আমার খবর
হাওয়ার কাছে নিয়ো।
বিশদ যদি জানতে চাহ
শিশিরে শুধায়ো।
লিলুয়া বাতাসে শুনে
অনুপম ধ্বনি
বুঝে নিয়ো প্রেমিক-প্রাণের
গলিত নবনী
কিরণ লাগা শিশিরকণায়
আমায় রাঙা
হৃদয় দেখে নিয়ো।
যদি বোঝ পাখির ভাষা
সূর্য ওঠার কালে
আমার লেখন পাঠ করিও
রক্ত ঊষার ভালে
যদি কিছু কওয়ার থাকে
ও-বন্ধু ও ভাই
কুঞ্জবনে কূজনরত
বুলবুলেরে কইয়ো।
নীলক্ষেত
১৭.১২.৭৭