আমি সখা তোমার হাতের

আমি সখা তোমার হাতের
বাঁশির মত বাজি
প্রিয় ওগো পরাণ আমার
সকল কথায় রাজি।
আমি সখা তোমার রঙে
রাঙা হয়ে ফুটি
তোমার গতির পরশ পেলে
তরীর বেগে ছুটি
বন্ধু ওগো মানস রতন
হৃদয়-তরীর মাঝি।
ধরব কোথায় রাখব কোথায়
অঙ্গ থরথর
এ অসহন হৃদয় দহন
সখা আমায় ধর
ধন্য জীবন পূর্ণ আমি
যাই মরে যাই আজি।

নীলক্ষেত
১১.০১.৭৮