আমি তাকিয়ে শুধু থাকি

আমি তাকিয়ে শুধু থাকি
দুর্বা ছাওয়া আঙিনাতে
তার চরণ পড়ে নাকি।
শিরীষডালে ঘুম নেমেছে
সূর্য ডুবু ডুবু
নদীর জলে আগুন জ্বলে
এল না সে তবু
চোখ মেলেছে সন্ধ্যাতারা
বাসায় ফেরে পাখি
ইচ্ছে করে পরাণ খুলে
নামটি ধরে ডাকি।
ভুল করে সে যদি হঠাৎ
কড়া নাড়ে দ্বারে
ফিরিয়ে দেব ফিরিয়ে দেব
বসতে দেব নারে
অভিমানে রইব আমি
দুই হাতে মুখ ঢাকি
সেই আশাতে আঙিনাতে
নয়ন পেতে রাখি।

নীলক্ষেত
১৩.১১.৭৭