আপন হাতে সোহাগ ভরে

আপন হাতে সোহাগ ভরে
কিনব আমি বিষ
ওলো সখি ওলো সখি
সাধের মরণ মরতে আমায় দিস।
ক্ষয় হবে না সময় সম্পদ
বিদায় হবে পথের আপদ
ওলো সখি, ওলো সখি
তোরা আমার
প্রাণের ব্যথা নিস।
বাজবে না কার গভীর বুকে
আমি শুধু গেলাম দুখে
ওলো সখি, ওলো সখি
এই ঘটনা হাওয়ার কানে
বলিস অহর্নিশ।
আবছা যদি রোদন রেখা
কার চোখে যায় গো দেখা
ওলো সখি, ওলো সখি
ছলনারে সত্য ভেবে
ভুলটি না করিস।

নীলক্ষেত
১১.০১.৭৮