হ্যালমেট পরা গ্যারিলার মত
বুনো আঁধারে লাফিয়ে ওঠে
ইচ্ছা আমার স্বেদ সেনা
অসরবের প্রাসাদ লোটে।
স্বপ্নেরা সব রূপোলি ইলিশ
পদ্মা-জলের কাজল ধারায়
জোছনা প্লাবিত নিতল গাঙে
সোনালি বালুর চর খুঁজে যায়।
বুকের ভেতর মোমের প্রদীপ
অপরপার চোখের আলো
কি যেন ধেরার বুঝিনে হায়
চাঁদবদন কি চুলের কালো!