বোধ-৩

কাউকে দিইনে জন্ম
প্রতিদিনে প্রতিক্ষণে
নিঃশ্বাসের প্রতিটি নিঃস্বনে
আমি নিজে জন্ম লই;
নব জাতকের মত নির্মল আবেগে
ছুঁড়ে দেই নিঃশঙ্ক রোদন ধ্বনি
স্পষ্টত জানিনে কিছু
কাহার স্নেহের অঙ্গীকারে।

যতটুকু পরিচিতি গতকাল ছিল
গোধুলির যে আলোক প্রাণ ছুঁয়েছিল
অদ্য দিন দ্বিপ্রহরে
নিহত প্রাণীর মত লুটোয় রোদ্দুরে!

হিতৈষী বান্ধবজন করে কানাকানি
আমার বলার নেই
নির্বিকল্প শুনে যাই শুধু-
দ্রুপদীর শাড়ির মত প্রতিদিন দীর্ঘ হয়
গাল-গল্প তিরস্কার লোকের রটনা
কি হবে ওসব শুনে শাস্ত হও মন
স্থিরতর চোখে দেখো দূর্গম গহন।