জাল পেতেছি কালের স্রোতে
কিসের আমার ভয়
ইচ্ছে আমার হীরের ছুরি
ঝিকিয়ে জেগে রয়।
হাত রেখেছি কালের শিরায়
মন রেখেছি মনে
বন্ধু যেখন প্রেম দিয়েছি
কান দিয়েছি গানে।
বীর্য আমার রসে রাঙায়
দুঃসময়ের আঁশ
মধ্যদিনের আগুন ভরা
আমার দীর্ঘশ্বাস।
সাহস আমার অন্ধকারে
রক্ত-ঊষার দিশা
লাল মোরগের আজান যেমন
হঠাৎ ফাটায় নিশা।
ঠাঁই দিয়েছি বুকের তলায়
অগ্নিগিরির লাভা
তরল তরুণ দুঃখের সোনার
মন গলানো আভা।
নাম রেখেছি সেতার আমার
দুঃখ জাগে ধ্বনি
ডাক দিয়ে যাই কালের কুক্কুট
আর কি আমি জানি।
এই শহরে বোঝার মত
ঝুলছে নীরবতা
বুকের নদীর ঢেউয়ে জাগে
মাছের মত কথা।
প্রাণের ভেতরে শেকড় ছড়ায়
দিগ্বিজয়ী প্রাণ
শোণিত-কণার কান্না এলায়
ভীষণ অভিমান।