বন্ধু আমার সখা আমার
জানি না জানি না
তোমার মত সেওতো আমার
অনেক দিনের চেনা।
অনেকদিনের অনেক কিছু
তুচ্ছ হাবিজাবি
তারো ছিল অন্যরকম
হৃদয় ভরা দাবি
এক আঘাতে শেষ করেছি
কাঁদে হৃদয় বীণা
জানি না জানি না
ঠিক করেছি কিনা
বন্ধু আমার পথের সাথী
বলার কথা নয়
নিজে কেটে বাদ দিয়েছি
আধখানা হৃদয়
চলতে পথে যদি হঠাৎ
রক্ত-রোদন ওঠে
অসম্ভবের পানে চেয়ে
হৃদয় মাথা কুটে
জানি না জানি না
তুমি আমায় ক্ষমা করবে কিনা।
নীলক্ষেত
১২.১২.৭৭