চোখের তারা ওই তরুতে

চোখের তারা ওই তরুতে
যখন হেলেছে
নবীন আমের মঞ্জরিটি
দেখে ফেলেছে।
কি আনন্দ কি আনন্দ
বসন্তেরই নতুন গন্ধ
মাঘ শুক্লার প্রথম তিথি
চুপিসারে রাজ অতিথি
সময় বুঝে
শীত-রজনীর দুয়ার ঠেলেছে।
কি আনন্দ দহনভরা
সুখের শিহরণ
প্রাণে আমার দোল দিয়েছে
প্রাণের সমীরণ
যখন কোকিল কণ্ঠধারার
মধু ঢেলেছে।
এ যে বিরাট দুর্ঘটনা
হয়নি তার মর্ম জানা
রক্তে আমার মর্মে আমার
অবাক অবাক সোনার বরণ
তড়িৎ খেলেছে।

নীলক্ষেত
২৪.০১.৭৯