চন্দ্রা, চন্দ্রা, চন্দ্রাবতী

চন্দ্ৰা, চন্দ্ৰা, চন্দ্রাবতী
তোমার সঙ্গে আমার
প্রাণের লেনাদেনা
শেষ হল গো চন্দ্রাবতী
শেষ হল গো হৃদয় দিয়ে চেনা
চন্দ্রা, চন্দ্রা, চন্দ্রাবতী।
তোমার আমার মনের মাঠে
প্রাণ-পিরিতির নদী
কোন্ সাগরের পরশ যেচে
বইবে নিরবধি
যুগল ধারায় ফুল ছড়াবে
কোন্ সাগরের ফেনা
চন্দ্রা, চন্দ্রা, চন্দ্রাবতী।
তখন রাতে জোছনাস্রোতে
নাইবে রজনী
মেঘের গাঙে রইবে ভেসে
চাঁদের তরণী
চন্দ্ৰা, চন্দ্ৰা, চন্দ্রাবতী।
স্মৃতির ভেতর সুবাস দেবে
আকুল হাস্নাহেনা
চমক দেবে বেদনরেখা
প্রাণের মূল্যে কেনা।
চন্দ্রা, চন্দ্রা, চন্দ্রাবতী।

নীলক্ষেত
১৮.১১.৭৭