চরণতলের ধুলো লই

চরণ তলের ধূলো ল‍ই
ভক্তিভরে নত হই
এমন বীর এমন ধীর
ধ্রুবতারার মত স্থির
পোড়া দেশে মানুষ কই।
বিদ্যা নয় বুদ্ধি নয় নয় সাহস নয়
এমন মানুষ পেতাম যদি বিনয়
সকল কিছুর সমন্বয়
অন্তরে তার আসন পেতে
বরণ করে ধন্য হই।
মরি মরি সোনার দেশ
অশেষ তোমার দুঃখ কেশ
সকাল-সন্ধ্যা চরণ চুমি
সাতপুরুষের জন্মভূমি
উর্বরা তোর গর্ভে ধরে
সূর্যহৃদয় পুরুষ কই।
মানুষ আসে মানুষ যায়
তবু মানুষ মানুষ চায়
মানুষ বড় সবার বড়
তবু মানুষ মর মর
পোড়া দেশের কেমন রীতি
ভেবে ভেবে অবাক হই।
ইতিহাসের বাজনা শুনে
আকাশ থেকে সময় গুনে
নামবে মানুষ কেতাব হাতে
বাংলাদেশের দুখের রাতে
এসব কথা ঢের শুনেছি
শুনতে আবার রাজি নই।
প্রাণতরঙ্গে সমর রঙে
জীবন-মৃত্যুর লীলাস্থলে
মহীরুহের শিশুর মত
জাগবে যারা হৃদ-কমলে
তারা আমার প্রাণের মানুষ
আগাম তাদের তত্ত্ব লই।

নীলক্ষেত
১৫.১২.৭৭