দাঁড়ের ময়না কীসব কথা বলে

দাঁড়ের ময়না কীসব কথা বলে
বুঝতে আমি পারি না রে
করি অনুভব
পোষা পাখির কণ্ঠে কেন
বনের কলরব।
কি কারণে ময়না এমন
সুবর্ণ বাঁচায়
কিচির-মিচির কাঁদন করে
শান্তি নাহি পায়
ময়নার উদাস দুচোখ দেখে
হৃদয়ে তাণ্ডব।
শেখা বুলি ভুলে কেন
ময়না আমার জংলা কথা কয়।
ছাড়া পেলে ভুলবে নাকি
খাঁচার পরিচয়
ময়না পাখির কণ্ঠে শুনে
বোঝার অতীত রব
কেন মনে হয় রে আমার
সমস্ত সম্ভব।

নীলক্ষেত
১৮.১২.৭৭