এখনো বালিকা সে

এখনো বালিকা সে
গোরা চিকন অনুখানি
রেখায় রেখায় উঠেছে ভরে
অল্প অল্প যৌবন রসে।
চেতনায় কি কলরব
পাখিরা কি গাহে সব
চতুর্দশীর শরীর থেকে
কিশোর বয়স পড়েছে খসে।
জেগে সে স্বপ্ন দেখে
নিখিল ভুবন নতুন ঠেকে
শোণিতে ঝর্না নামে
আনমনা হয় ভাবের বশে।
আপন মনে আপনি হাসে
কখন দূঃখ নীরে ভাসে
হৃদয়ে ঘোর কারোল
বেজে ওঠে বিষাদ রসে।

নীলক্ষেত
২১.০১.৭৮