ফুল ফোটানো সহজ কথা নয়

ফুল ফোটানো সহজ কথা নয়
শূন্য থেকে মূর্ত করা সৃষ্টির বিস্ময়।
পারে সেজন ভেতর থেকে
ফোটার স্বভাব যার
ফালতু লোকের ভাগ্যে থাকে
মিথ্যা অহংকার।
যে ফোটেনি নিজের ভেতর
ফুটিয়ে তোলা কর্ম তাহার নয়
ধন চায় সে মান চায় সে
চায় সে পদের ভার
সংসারে সে রাখে প্রমাণ
আপন ক্ষমতার
ফোটাফুটির রসায়নে
কাল করে না ক্ষয়।
যার ওপরে হঠাৎ চাপে
ফুটিয়ে তোলার কাজ
বিনি পয়সার চাকর বটে
তার জোটে না সাজ
বুকেতে তার পরাণ পাখি
কেবল পাখা ঝাড়ে
উথাল-পাথাল তুফান ভাঙে
উষ্ণ শোণিত ধারে
প্রতীক্ষা আর পথের বাধা
শুধু এইটুকু সঞ্চয়।

নীলক্ষেত
১৫.১২.৭৭