ফুলে ফুলে ছাওয়া নিকুঞ্জতল
আলোকে পুলকিত শ্যামবন অঞ্চল।
ঝিরিঝিরি ঝরণার লীলায়িত ছন্দে
এলোমেলো বয় হাওয়া মূখর আনন্দে
দুই তীরে অবিরাম মৃদুগান কহিয়া
এঁকে বেঁকে কালো জল ধীরে যায় বহিয়া
নীপ তরু শিহরিত পল্লব চঞ্চল
বেণুবনে মর্মর বায়ু বহে পূরবী
থেকে থেকে বনফুলে ভেসে আসে সুরভি
সুন্দর সকাল নামে স্বর্ণ রথে চড়িয়া।
সোনালি কিরণধারা পড়িতেছে ঝরিয়া
পত্র পুঞ্জে গুঞ্জে গুঞ্জে বার্তা কহে সমীরণ
এস তবে গাও সবে ধরণীর জাগরণ
ঊষষী মেলেছে আঁখি রক্তিম উজ্জ্বল।
নীলক্ষেত
১৯.১১.৭৭