গেল বছর কনকচাঁপা
যখন ফুটি ফুটি
আমরা দুজন ভিড় করেছি
তরুতলে জুটি।
ভৈরবী রাগ হাওয়ায় বাজে
ঘুমের আমেজ গায়ে
দুর্বাদলের সিক্ত পরশ
লাগে পায়ে পায়ে
বোধ করেছি প্রাণের তলে
সুখের জাগরণ
পান করেছি রক্ত উষার
আলোক মুঠি মুঠি।
এই বছরে কনকচাঁপার
পাগল করা ঘ্রাণ
ব্যাকুল ভোরের ভৈরবীতে
কাদায় কেন প্রাণ।
চাঁপাগাছে থোকা থোকা
পুষ্প ফোটার মাসে
ঝরা ফুলের বাসের মত
কাহার স্মৃতি ভাসে
এই বছরে কনকচাঁপা
যখন ফুটি ফুটি
নয়ন মেলে খোঁজে কারে
হলুদবরণ গুটি।
নীলক্ষেত
১১.১২.৭৭