ঘর হল না দোর হল না
পোড়া কপাল গুণে
দিন গেল রে সুন্দরীদের
খবর শুনে শুনে।
চাঁদবদনী ডাগর আঁখি
কাকে ছেড়ে কাকে ডাকি
কার-বা প্রেমে পাগল পারা
কে দিয়েছে হঠাৎ সাড়া
কার বা হাসির বজ্রশিখা
বড়ই অলক্ষুণে।
ধরা দিতে কষ্ট হল
ধরতে গিয়ে ফস্কে গেল
তন পোড়ালাম মন পোড়ালাম
দিনে দিনে দিন হারালাম
আকুল পরাণ বিদ্ধ হল
কাজল আঁখির তূণে।
এবার শেষ হয়েছে বোঝাবুঝি
সুন্দরী নয় সুন্দর খুঁজি
ফাঁদ বসাব প্রাণের পরে
হাওয়া হেঁকে ধরব ওরে
কাল কাটে রে প্রিয়তমের
পদ্ম আসন বুনে।
নীলক্ষেত
১৫.০১.৭৮