ঘর করলাম নারে আমি

ঘর করলাম নারে আমি
সংসার করলাম না
আউল বাউল ফকির সেজে
আমি কোন ভেক নিলাম না।
মনের ঘরে প্রবেশ করে
মনকে কাছে পেলাম
জন্মদিনের মত আজো
শিশু থেকে গেলাম
ভাল-মন্দ কোন কিছুর
হিসাব নিলাম না।
পাড়া-পড়শির চোখে যখন
নিশি রাতের ঘুম
স্বপ্ন-তাপে ফুটাইলাম
আকাশে কুসুম
গন্ধ বিলায় নাকি আমি
শুঁকে দেখলাম না।
আঘাত পেলাম ব্যাঘাত পেলাম
পেলাম নারীর সুধা
প্রাণে তবু রোদন করে
জন্মান্তরের ক্ষুধা
এ জীবনে আমি কোন
বাঁধন পরলাম না।
দুর্বাদলে ঝিলিক খেলে
শিশির জলের নোলক
ঢেউ দিল না প্রাণ-পাতালে
মুক্তি রসের শোলক
পন্থ হলাম নারে আমি
পথিক হলাম না।

নীলক্ষেত
১০.১১.৭৭