জানি না, জানি না

জানি না, জানি না
তোমায় আমি কোথায় ছুঁয়েছি।
চোখে নাকি মুখে নাকি
কোথায় পোড়া হৃদয় ধুয়েছি
ঘুমের ঘোরে শয্যা তলে
চন্দ্রমুখের জোছনা জ্বলে
শূন্য হৃদয় আঁকড়ে যখন
একলা শুয়েছি।
কেউ জানে না দিন-রজনী
প্রাণ-মোহিনী কণ্ঠধ্বনি
শুনব বলে মন্ত্র বলে
শান্তি খুইয়েছি।

নীলক্ষেত
১০.০১.৭৮