যে যার আপন ঘরে চলে

যে যার আপন ঘরে চলে
আমি বসে রই
ভাগ্য আমার আমি তো আর
সবার মত নই।
সব জানারা কথায় জেতে
সব চেনারা ছুটে
দিনে দিনে এই হৃদয়ের
সোনার বাঁধন টুটে
ঝাঁকড়া ডালে বাঁধব বাসা
তেমন তরু কই।
আকাশ যদি স্মরণ করে
আমারে লয় বরণ করে
দেয় যদি গো মোহনবেণু
চরিয়ে যাব আলোকধেনু
নীল গগনের রাখাল হলে
আমি আপন প্রাণের তলে
তুষ্ট ভীষণ হই।

নীলক্ষেত
০৩.০১.৭৮