জগৎ ভরিয়া দিব
বাঁশরির সুরে
বিলাইব রসের ধারা
সোনার কলসপুরে।
ছাঁকিয়া অমৃত নিব
যন্ত্রপুত হাতে
সখা বলি দান করিব
সর্ব লোকের পাতে
পান করিবে তৃষাতুর
নিকটে কি দূরে।
তরুশিশু মুকুলিবে
বংশীরব শুনি
প্রাণকোষে শিহরিবে
প্রাণের আগুনি
দীঘল যামিনী যামে
মৃদু পায়ে ঘুরে
মধুর সান্ত্বনা হবে
শোক যগ্ন পুরে।
বংশীরৰে উজলিবে
অন্তরের হেম
দুঃখ রিক্ত মর্মতনে
জন নেবে প্রেম
উদার করুণা ভরা
প্রাণ সিক্ত সুরে
ভেসে যাবে এই প্রাণ,
দূরে বহু দূরে।
নীলক্ষেত
২১.১২.৭৭