জন্মভূমি

তসবিহ্‌ মালার মতন গোটা গোটা
মাগো তোমার চোখের জলের ফোটা
দরদরিয়ে শঙ্খ নদের বেগে
রেখায় রেখায় মেঘলা আনন বাসায়
সোঁদর বনের বাঘিনী মা
তুমি কেন গর্জে ওঠ না।

মরার হাড়ে চমক লাগে
জোয়ার খেলে জলে
ঘনিয়ে আসে রাঙা নাটক
সময় ওঠে দুলে
মা জননী রক্তরঙের
বসনখানি কেন পরো না?