যৌবন চাঁদে রাহুর ছোঁয়া

যৌবন চাঁদে রাহুর ছোঁয়া
লাগে বুঝি হায়
মণিবন্ধের শাখা আমার
খুলে খুলে যায়।
রাত্রি দিবস কার্টে বিরস
বুকের তলে আগুন
কেউ দেখে না ফুরায় আমার
ফুলে ভরা ফাগুন
মর্মরিয়া দখিন হাওয়া
কাঁদে জানালায়।
শাঁখার কি দোষ
মণিবন্ধ শোকে চেতনহারা
পারত যদি বইয়ে দিত
চোখের জলের ধারা
হৃদয় তাপে জমত মিনার
মেঘের কিনারায়।

নীলক্ষেত
০৫.১২.৭৯