কে করেছে আমার মত

কে করেছে আমার মত
এমন অনুভব
কে দেখেছে প্রাণের চোখে
তোমার অবয়ব
ওগো চাঁদ, ওগো চাঁদ।
আমার মত শ্রবণ পেতে
কিরণধারার ভাষা
কে শুনেছে কে বুঝেছে
তোমার কাঁদাহাসা
ওগো চাঁদ ওগো চাঁদ।
আমার মত নরম শিখায়
এমন একা একা
কে জ্বেলেছে মোমের মত
ছড়িয়ে দীঘল রেখা
ওগো চাঁদ ওগো চাঁদ।
আমার মত দীর্ঘশ্বাসে
রাত্রি নদীর সাড়ে
কে চেপেছে মনের ব্যথা
করুণ হাহাকারে
ওগো চাঁদ ওগো চাঁদ।

নীলক্ষেত
১৩.০১.৭৮