কমলহীরার দীপ্তি ভরা
তোমার এমন কঠিন অহঙ্কার
ইচ্ছা করে গলায় পরি
গড়িয়ে অলঙ্কার।
আহা যদি পারতাম,
যদি পারতাম আমি
মন খেলিয়ে
বানিয়ে নিতাম
মনের মত
উজ্জ্বলতা লজ্জা দিত
রাজরানীদের হার।
আমি তাদের সভার যেতাম
দুলিয়ে শাড়ির পাড়
দেখত লোকে অবাক চোখে
কেমন শোভা কার।
পেলব কোমল অন্তরালে
তীক্ষ্ণ হীরার ধার
মনের মত কাটবে এমন
পাইনি মণিকার।
তাই তো থাকি ছায়ার মত
বই যে তোমার ভার
পাছে এমন রতন মানিক
কণ্ঠে দোলাও কার।
নীলক্ষেত
১৮.১১.৭৭