কোথাও কেউ নেই

কোথাও কেউ নেই
কালো ননীর মত আঁধার
তারার বাতি ঝিকমিকিয়ে জ্বলে
একলা রাতে বিজনপথে
হঠাৎ কেন হৃদয় কথা বলে।

গহনরাতে হাত বুলিয়ে
বাতাস ঘুম পাড়ায়
শান্তি সাগর নীড় বেঁধেছে
চরাচরের গায়
ফিসফিসানি আওয়াজ কেন
হাওয়ার চলাচলে।
কারা যেন সামনে দাঁড়ায়
সোহাগ বুলায় কারা
ছায়ার মত চমকে মিলায়
ছায়ার শরীরেরা
কাদের চরণধ্বনি বাজে
বুকের তলে তলে।

নীলক্ষেত
১৭.১২.৭৭