কত আর দেখবি ওরে মন

কত আর দেখবি ওরে মন
পাগলা মন রে আমার
দিনে রাতে রঙ বদলায়
মরি মরি কি রূপের বাহার।
দিনে যারে আলো দেখি
রাত্রে সে তো কালো
দিনের বেলার মন্দ মানুষ
রাত্রে দেখায় ভাল
ভাল-মন্দের দ্বন্দ্বে রত
চিত্ত অনুক্ষণ।
পাগলা মন রে
কি পেলে তোর মেটে ক্ষুধা
কই মেলে গো সোহাগসুধা
সাদা কালো ধরে কোথায়
অপূর্ব বরণ
ভাল-মন্দ এক বিছানে
ভাল-মন্দ এক শিখানে
করে আলিঙ্গন
পাগলা মন রে।

নীলক্ষেত
১৫.০৩.৭৯