এখন জ্যৈষ্ঠের দিন
কৃষ্ণচূড়া ডালে ডালে তুলেছে নিশান
খুনের বরণ বেশি খুনস্মৃতি জাগানিয়া ফুল
শাখায় ক্রোধের শিখা জ্বেলে
কম্পান্বিত তীক্ষ্ণস্বরে
হাওয়ায় কিসের কথা বলে
আচানক থমকে যায় গানের বুলবুল।
এখন জ্যৈষ্ঠের দিন
তরুশীর্ষে সময়ের তুমুল সংবাদ
রাঙা ফুলদল বলে
মৃত সব মানুষের বিষণ্ণ ভাষায়
যুদ্ধ হবে
আরো একবার যুদ্ধ হবে
পাণ্ডুর বিশীর্ণ এই হতাশ বাঙলায়!
এখন জ্যৈষ্ঠের দিন
নিসর্গ সংঘাতমত্ত, তরুমূলে প্রাণ
থর থর নাচে, ডালে ডালে
অশান্ত ডম্বরু
প্রকৃতির অন্তর্লোকে উষ্ণ কানাকানি
অদ্যকার এই সব অভিমানী ফুলদের
মৃত সব মানুষের খুন মনে হয়।
এখন জ্যৈষ্ঠের দিন
নির্বাক পল্লবে জাগে ফিসফিস ভাষা
বড় বেশি স্নান-তাজা দুঃখ ঝরে যায়
যেন মনে হয়
মৃত সব মানুষের করুণ নিঃশ্বাস
অর্ধস্ফুট বাণী
দলে দলে তারা বলে
যুদ্ধ হবে
আরো একবার যুদ্ধ হবে
পালঙ্ক শায়িত লাশ এই বাঙলায়।