মা

দৃষ্টি হতে শৈশবের গ্রাম ঝরে যায়
আমার জননী আজ স্বর্গবাসী হল
এই বেদনা কোথা ৱাৰি সৃষ্টি টলমল
আস্ত এক ভূমণ্ডল আমার হারায়।

চুপ কর তৃণতরু স্তব্ধ হও পাখি
ক্ষান্ত দাও সহোদরা বড় বেশি লাগে
প্রকাশ্য রোদন নেই পুরুষের ভাগে
কৃপালু বান্ধবজন করে দাও আমাকে একাকী।

উঠোনে কে তুমি কাঁদ ব্যধিতা মশারি
একাকী বালিশ যুদ্ধ বিছানে
স্বহস্ত পালিত তরু পড়ে কিছু মনে
কোন্ স্মৃতি ধর তুমি বেনারশি শাড়ি।

আমাকে আবৃত কর উদাসী রিক্ততা
প্রান্তরের প্রান্তে বাজে বিষণ্ণ বাঁশরী
পঞ্চ প্রাণে কাকে ডাকি মাতৃনাম ধরি
তুমি কি জননী সত্যি হে মূৰ্ত মৌনতা!