মায়ার খাঁচার দ্বার খুলে দে

মায়ার খাঁচার দ্বার খুলে দে
নগ্ন চোখে আকাশ দেখি
নইলে মা তোর সরল স্নেহ
বুঝব বেবাক ফালতু মেকি।
হাওয়ায় ভেসে সহায়হারা
গন্ধলেপা তোর ওই মাটি
আমার প্রাণে যদি দোল না নিল
কেমন বুঝি মা তুই খাঁটি
আমায় উড়িয়ে দে মা উড়িয়ে দে রে
ললাটে চন্দন লেখি।
মাগো মা মাঘ পুষেছিস সোঁদরবনে
হিংসারসে আত্মহারা
বনবাদাড়ে চমকে বেড়ায়
বন্য আদিম শক্তিধারা
ঘোলা জলের কুমির করে
আমায় বেঁধে রাখবে সেকি।
জলে স্থলে ডর দেখিয়ে
রক্তচোখের দম্ভভরে
পেশির তেজে সকাল বিকেল
ভ্যাংচাব না মা নীলাম্বরে
দেখিস মা তুই মোহের জালে
পাখা দুখান না যায় ঠেকি।
উড়ে উড়ে নীল গগনে
মুক্তিভরা আলোর বাণী
গানের পাখি আনব আমি
নিখিল নীলের জগৎ ছানি
বাঁধাবাঁধি সয় না আমার
সয় না কোন অতিরেকি।

নীলক্ষেত
১৫.০১.৭৯