মহাকাশের রক্ত পুষ্প

মহাকাশের রক্ত পুস্প
ফোটে রে তোর মন
তোর হৃদয়ে তাই জেগেছে
এমন আলোড়ন।
দিন নাই তোর রাত নাই তোর
সন্ধ্যা দুপুর নাই যে রে তোর
নিজের ভেতর শুনতে থাকিস
প্রস্ফুটনের ক্ষণ।
(নিজের ভেতরে শুনতে থাকিস)
অলির গুঞ্জরণ।
যাক চলে যাক বসন-ভূষণ
অভিমান আর লাজ
আপন মনে তুই করে যা
ফুটে ওঠার কাজ।
নিজেরে তুই যুক্ত রাখিস
কাটিস নে বন্ধন।
নিজেরে তুই মুক্ত রাখিস
দিস নে আবরণ
যে ফোটে রে তোর হৃদয়ে
আকাশ পারিজাত
পাপড়ি দলে আদর করে
শূন্যলোকের হাত
ঠিক চিনে নে প্রাণের পটে
সুরের সঞ্চরণ
সময় হলে মূর্ত হবেন
অমৃত নন্দন।

নীলক্ষেত
২৩.০১.৭৯