নিন্দুকেরা বলে শত্রুদলে কয়

নিন্দুকেরা বলে শত্রুদলে কয়
আমার নাকি মরণ হবে
আসিলে সময়।
আন কথাতে কান লাগাই না
মনের সুখে আছি
রক্তে আমার গান করে ভাই
জীবন মৌমাছি।
মন্ত্রযুদ্ধ নয়ন মেলে
নিত্য হেরি ভূমণ্ডলে
জীবন করে আজবলীলা
দোষ তো আমার নয়।
আমি হলাম প্রাণের অনল
মূর্ত উপাসনা
আমায় নিয়ে পার পাবে না
যমের রসনা
নাই রে জ্বরা নাই রে খরা
নাই রে অপব্যয়
আমায় নিয়ে পালিয়ে যাবে
যমের সাধ্য নয়।

নীলক্ষেত
২৪.০১.৭৯