নয়নে নয়ন রেখে আপন ভুলে হেসেছি

নয়নে নয়ন রেখে আপন ভুলে হেসেছি
বঁধুরে মধুর করে এমন ভালবেসেছি।
বঁধু আমার ননীর পারা
ভ্রমর কৃষ্ণ নয়ন তারা-
আলো ছায়ার খেলা খেলে মরণ ফাঁদে ফেঁসেছি।
আমার বঁধুর তনু গন্ধ ধোয়া
শীতল চন্দন ছোঁয়া
শরীরের পদ্মঘ্রাণে শাস্তি সুখ নেশেছি।
বঁধু আমার স্বপ্ন হেন
সকল দিয়ে দিইনি কেন
ধিক্কারেতে আপনারে বারে বারে ঘেষেছি।

নীলক্ষেত
১৯.১২.৭৭