ওই যে জ্যোতির পুঞ্জলোকে

ওই যৈ জ্যোতির পুঞ্জলোকে
মধুর মধুর ঘণ্টাধ্বনি
আকাশ তারে বার্তা পাঠায়
হাওয়ায় ওঠে শব্দরণি
তোরা যদি পারিস
ঠেকিয়ে রাখিস
তড়িৎগতি আকাশ রথে
যদি পারিস তোরা দেয়াল গাঁথিস
শূন্যলোকে চলার পথে
কান পেতে শোন্ ওই অসীমে
রটে তারই জয়ধ্বনি।
যার শরীরের ভার টুটেছে
যে কেটেছে নাড়ির বাঁধন
আঁধার গুহায় যে করেছে
নম্র আলোর নীরব সাধন
তারে নাহয় নাইবা দিলি
দুবিঘা ভূঁই খাস দখলি
রাঙা মেঘের বন্দরে তার
জমছে মজার মহাজনি।

নীলক্ষেত
১৬.১১.৭৭