ওরে ও পাগলা বাউল

ওরে ও পাগলা বাউল
দিক হতে দিক দিগন্তরে
এমন করে খুঁজিস কি রে
কালো চোখে দেখবি কালো
অন্তরে তোর চোখ ফুটেনি।
হাটবাজারে মাঠে ঘাটে
গোরস্থানের ধ্বংস নাটে
কান্না হাসির ঢেউ তরঙ্গে
যদি না তুই দেখিস রঙ্গ
আপন মনে জেনে রাখিস
আজো তুই কৃষ্ণপক্ষে
তামস রাতের ঘুম টুটেনি।
সবাই যদি মন্দ কহে
তাতেই যদি হৃদয় দহে
ক্ষ্যাপা তুই সমঝে চলিস
আজো তোর মন্দ কপাল
পরণে পদ্মের বাস ছুটেনি।
যদি সবাই করে ছি ছি
তুই থাকিস তোর কাছাকাছি
হাত বাড়িয়ে শিশুর মত
থাকতে আরো হবে কত
পাথেয় তোর ঠিক জুটেনি।

নীলক্ষেত
১৮.০১.৭৯