ওরে তোরা মিছি মিছি পথ আগলে
পারবি নে রে রাখতে বেঁধে ওই পাগলে।
তার মন ক্ষেপেছে যাবেই যাবে
মনের মানস সরোবরে
যেখানে জল স্বচ্ছ তরল
মানস কমল লীলা করে।
পাগলা মনে টান লেগেছে
অহরহ জোয়ার চলে
অন্তরে লাল মশাল জ্বালা
প্রাণের তাপে পাষাণ গলে।
যেতে চায় যেতে দে রে
পাগল তোরা ঘাটাস নে রে
তোরা সরিয়ে রাখিস বসন-ভূষণ
কখন প্রাণের ফুল্কি এসে
রক্তশিখা জ্বালিয়ে দেবে
দহন-জ্বালা বুঝবি শেষে
তখন তাল মিলিয়ে চলতে হবে
যে পথে ওই পাগল চলে।
তোদের শিকল কোথায় বাঁধবি তারে
অচলপুরের আস্তাবলে।
দে যেতে যে পাগলটাকে
তার মন মেতেছে নিশির ডাকে
তিমির হনন করেই যাবে
বাঁধবি তারে কোন্ বাঁধনে
তার রক্তবরণ আসন পাতা
রক্ত-উষার সিংহাসনে
আপন মনে পথ ধরেছে
কান পাতে না কে কি বলে
বুকের মশাল ঊর্ধ্বে তুলে
আঁধার রাতে পাগল চলে।
নীলক্ষেত
১৫.১২.৭৭